ইসলামী বিধান ও আধুনিক বিজ্ঞান

ইসলামী বিধান ও আধুনিক বিজ্ঞান

এ বইয়ে ইসলামী অনুশাসন ও বিধানাবলিকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে তুলনা করে প্রমাণ করা হয়েছে যে, ইসলামের বিধানসমূহ মানব কল্যাণের জন্য প্রণীত এবং বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। যেমন, ইসলাম কেন মৃত প্রাণীর গোস্ত ও শুকরের গোস্ত হারাম করেছে, ইসলাম কেন রক্ত, মদ ও নেশা জাতীয় বস্তু হারাম করেছে, ইসলামে নিষিদ্ধ সমকামিতার ভয়াবহ পরিণতি কী, হায়েয অবস্থায় নারীগমন নিষেধ কেন এ জাতীয় বিষয় বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের আলোকে তুলে ধরা হয়েছে।

বিপদে ধৈর্যধারণ : দশটি উপদেশ

বিপদে ধৈর্যধারণ : দশটি উপদেশ

এ নিবন্ধে বিপদে ধৈর্যধারণ, বিশেষ করে ছেলে-সন্তান ও প্রিয় ব্যক্তিদের মৃত্যুতে মানুষ যেভাবে ধৈর্যহারা হয়ে পড়ে, তা থেকে উত্তোরণ বিষয়ে দশটি পরামর্শ দেওয়া হয়েছে।

নারীর জান্নাত যে পথে

নারীর জান্নাত যে পথে

এ বইয়ে কুরআন ও সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে একজন নেককার নারীর গুনাবলি কী হবে তা উল্লেখ করা হয়েছে। صفات الزوجة الصالحة على ضوء الآيات القرآنية والآحاديث النبوية، كما تتحدث عن حقوق الزوج على زوجته وحقوق الزوجة على زوجها.

জান্নাতের প্রতি আগ্রহী ও জাহান্নাম থেকে পলায়নকারীর জন্য বিশেষ উপদেশ

জান্নাতের প্রতি আগ্রহী ও জাহান্নাম থেকে পলায়নকারীর জন্য বিশেষ উপদেশ

বইটিতে এমন কতিপয় আয়াত ও হাদীস উল্লেখ করা হয়েছে, যেগুলো মানুষকে জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করে এবং জাহান্নাম থেকে পলায়ন করার ইচ্ছা জাগায়।هذا الكتيب مشتمل على بعض الآيات القرآنية والأحاديث النبوية التي تحث الناس على المسارعة إلى الجنة، وكذالك ترغبهم للفرار من النار.